gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj

❒ চলছে পরিস্কার পরিচ্ছন্নের কাজ

৬ ডিসেম্বর যশোরমুক্ত দিবসে নানা অনুষ্ঠানের আয়োজন
প্রকাশ : মঙ্গলবার, ৫ ডিসেম্বর , ২০২৩, ০১:৫২:০০ পিএম , আপডেট : শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ০২:২৫:০২ পিএম
কাগজ সংবাদ:
GK_2023-12-05_656ee65870cf7.JPG

৬ ডিসেম্বর যশোরমুক্ত দিবস। মহান মুক্তিযুদ্ধের এ দিনেই যশোর হানাদার মুক্ত হয়। এ উপলক্ষে যশোর জুড়ে আয়োজন চলছে নানা অনুষ্ঠানের। জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে এদিন সকাল ৯ টায় টাউন হল মাঠ থেকে র‌্যালি, ৬ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত শিশু একাডেমির আয়োজনে শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন, আবৃত্তি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ৬ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত টাউন হল মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।
এসব অনুষ্ঠান উপলক্ষে টাউন হল মাঠের স্বাধিনতা উন্মুক্ত মঞ্চ ধোঁয়া মোছাসহ গোটা এলাকা পরিস্কার পরিচ্ছন্নের কাজ চলছে।
এদিকে, যশোর মুক্ত দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে উপশহর এসএম সুলতান ফাইন আর্ট কলেজে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।

আরও খবর

🔝