gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
ব্রিজ নির্মাণে ৩৬ লাখ টাকা অর্থছাড়ের অনুমোদন ইসির
প্রকাশ : মঙ্গলবার, ৫ ডিসেম্বর , ২০২৩, ০৩:৩৮:০০ পিএম , আপডেট : বৃহস্পতিবার, ২৮ মার্চ , ২০২৪, ০২:৪৬:৩২ পিএম
কাগজ ডেস্ক:
GK_2023-12-05_656ee394953bb.jpg

পটুয়াখালী জেলার লোহালিয়া নদীর ওপর নির্মাণাধীন পিসি গার্ডার ব্রিজের অসমাপ্ত কাজ শেষ করার লক্ষ্যে অর্থছাড় করতে স্থানীয় সরকার বিভাগকে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) ইসির উপসচিব আতিয়ার রহমানের চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, পটুয়াখালী জেলার লোহালিয়া নদীর ওপর নির্মাণাধীন পিসি গার্ডার ব্রিজের অসমাপ্ত নির্মাণ কাজ সমাপ্তকরণে (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের (প্রকল্পকোড- ২২৪২৪৮৪০০) অনুকূলে অর্থ অবমুক্ত করা নিতান্ত আবশ্যক হওয়ায় চলতি ২০২৩-২০২৪ অর্থবছরের এডিপি বরাদ্দের জিওবি অংশের তৃতীয়য় ও চতুর্থ কিস্তি বাবদ ৩৬ লাখ ৬৮ হাজার টাকা ছাড়ে কমিশন সম্মতি দিয়েছে। ইসির উল্লিখিত সম্মতি প্রদানের বিষয়টি জানানো হলো।
তফসিল ঘোষণার পর এক পরিপত্রে স্থানীয় সরকার বিভাগকে জানানো হয়, ভোটের আগে নির্বাচনী এলাকায় নতুন প্রকল্প গ্রহণ এবং অর্থ ছাড়, অনুদান বা ত্রাণ বিতরণ এবং নতুন ভিজিডি কার্ড দেওয়ার মতো কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে ইসি। তবে অনুমোদিত কোনো প্রকল্পের অর্থ ছাড়ে খুব জরুরি হলে ইসির সম্মতি নিয়ে তা করা যাবে।

আরও খবর

🔝