gramerkagoj
মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪ ৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
চট্টগ্রামে একটি ৩ তলা ভবন হেলে পড়ছে
প্রকাশ : মঙ্গলবার, ৫ ডিসেম্বর , ২০২৩, ০৩:১৫:০০ পিএম
চট্টগ্রাম প্রতিনিধি:
GK_2023-12-05_656ee31b54052.jpg

চট্টগ্রামে একটি তিনতলা ভবন হেলে পড়ছে। এ ঘটনার পর সিটি করপোরেশন এলাকার পাহাড়তলীর বাসিন্দাদের সরিয়ে নিচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন। যদিও এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, আমরা বেলা ১২টার দিকে সংবাদ পেয়েছি একটি ভবন হেলে পড়েছে। ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় ভবনটি পাশের ভবনের সঙ্গে হেলে আছে। হেলে পড়া ভবনটির পাশ দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটি খাল খননের কাজ চলছে। খননের কারণে খালের পাশে মাটি সরে গেছে। একারণে ভবনটি হেলে পড়েছে।
তিনি আরও বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি ভবনের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে আমরা প্রকৌশলীদের সঙ্গে কথা বলব। তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেব।

আরও খবর

🔝