gramerkagoj
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj

❒ যশোরের ছয়টি আসনে যাচাই-বাছাই

আ'লীগ নেতা মিলন, মোহিত, হাবিব, লাভলুসহ ১৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
প্রকাশ : রবিবার, ৩ ডিসেম্বর , ২০২৩, ০৬:৫৬:০০ পিএম , আপডেট : মঙ্গলবার, ১৬ এপ্রিল , ২০২৪, ১০:৪৩:০৫ পিএম
কাগজ সংবাদ:
GK_2023-12-03_656c7b5717138.jpg

যশোরের ছয়টি সংসদীয় আসনে আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতাসহ ১৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে জেলা রিটার্নিং অফিসার। রোববার বিকেলে বাছাই শেষে এ ঘোষণা দেন রিটার্নিং অফিসার মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন, যশোর-১ (শার্শা) আসনে ৩ জন, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ২ জন, যশোর-৩ (সদর) আসনে ৬ জন, যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে ১ জন, যশোর-৫ (মণিরামপুর) আসনে ৪ জন ও যশোর-৬ (কেশবপুর) আসনে ২ জন প্রার্থী রয়েছে।
যশোর-১ আসনে বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন, স্বতন্ত্র প্রার্থী সোহরাব হোসেন, জাতীয় পার্টির আক্তারুজ্জামান ও স্বতন্ত্র নাজমুল হাসান। যশোর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী এসএম হাবিবুর রহমান ও বিএনএফের শামছুল হক। যশোর-৩ আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোহাম্মদ তৌহিদুজ্জামান, তৃণমূল বিএনপির কামরুজ্জামান, জাকের পার্টির মহিদুল ইসলাম, স্বতন্ত্র মোহিত কুমার নাথ, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের শেখ নুরুজ্জামান ও স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম মিলন। যশোর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী সন্তোষ কুমার অধিকারী। যশোর-৫ আসনে স্বতন্ত্র কামরুল হাসান বারী, জাকের পার্টির হাবিবুর রহমান, স্বতন্ত্র হুমায়ুন সুলতান ও আমজাদ হোসেন লাভলু এবং যশোর-৬ আসনে স্বতন্ত্র হুসাইন মোহাম্মদ ইসলাম ও আজিজুল ইসলাম। এসব প্রার্থীর অধিকাংশের এক শতাংশ ভোটারের সমর্থনের তালিকায় গরমিল পাওয়া গেছে বলে জানান রিটার্নিং অফিসার। এসব প্রার্থীদের মধ্যে অনেকেই প্রার্থীতা ফিরে পেতে আপিল করবেন বলে জানিয়েছেন।

আরও খবর

🔝