gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
কোনো ষড়যন্ত্রেই কাজ হবে না : রিজভী
প্রকাশ : বুধবার, ১৮ অক্টোবর , ২০২৩, ১২:২০:০০ পিএম , আপডেট : বৃহস্পতিবার, ২৮ মার্চ , ২০২৪, ০২:৪৬:৩২ পিএম
ঢাকা অফিস:
GK_2023-10-18_652f78622e2ba.jpg

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, বিএনপির জনসমাবেশ নস্যাৎ করতে নেতাকর্মীদেরকে রাতভর গ্রেপ্তার করা হয়েছে। তবে কোনো ষড়যন্ত্রেই কাজ হবে না।
তিনি বলেছেন, সব ষড়যন্ত্র নস্যাৎ করে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আজকের জনসমাবেশ সফল হবে।
তিনি অভিযোগ করেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, বিএনপির সহ-প্রচার সম্পাদক নজিবুল হকসহ বহু নেতাকে আটক করা হয়েছে।
এ দিকে রাতভর আটকের পর বুধবার সকালে নয়াপল্টনের চিত্র একটু ভিন্ন। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঞ্চ তৈরি করা হয়েছে। ঢাকা ও ঢাকার আশপাশের নেতাকর্মীরা সকাল থেকে নয়াপল্টনের দিকে আসতে শুরু করেছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের সংখ্যা বাড়ছে। জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
এ দিকে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এবং এর আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন করা হয়েছে।

আরও খবর

🔝