gramerkagoj
মঙ্গলবার ● ২৩ এপ্রিল ২০২৪ ১০ বৈশাখ ১৪৩১
gramerkagoj

❒ বিশ্বকাপ ক্রিকেট

ডাচরা ডুবালো প্রোটিয়াদের
প্রকাশ : মঙ্গলবার, ১৭ অক্টোবর , ২০২৩, ১১:৪১:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2023-10-17_652ec7b36c259.jpg

দক্ষিণ আফ্রিকার শক্তিশালী বোলিং আক্রমণ ডিঙিয়ে বড় সংগ্রহ গড়ে ডাচরা। পরে বল হাতে কাবু করে প্রতিপক্ষের ব্যাটারদের। তাতেই ডাচদের কাছে ডুবলো প্রোটিয়ারা। তারা জয় পেয়েছে ৩৮ রানে। প্রথমে ব্যাট করতে নেমে নেদারল্যান্ড সংগ্রহ করে ২৪৫ রান। পরে দক্ষিণ আফ্রিকা ৪২ ওভার পাঁচ বলে সব ক’টি উইকেট হারিয়ে স্কোর বোর্ডে সংগ্রহ করে ২০৭ রান।
ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস অনুষ্ঠিত হয়নি। একঘণ্টা বিলম্বে টস হলেও ম্যাচ মাঠে গড়াতে সময় চলে যায় দু’ঘণ্টারও বেশি। ওভার কমিয়ে ম্যাচে দৈর্ঘ্য করা হয় ৪৩।
টস হেরে নেদারল্যান্ডস ব্যাট করতে নেমে ২৭ ওভারে ১১২ রান তুলতেই ছয় উইকেট হারিয়ে বসে। সেখান থেকে তারা গড়ে ২৪৫ রানের পুঁজি। খেলেছে ৪৩ ওভার। তাদের এই বড় রান এনে দেওয়ার পেছনে মূখ্য ভূমিকা রাখেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ৬৯ বলে ১০ চার আর একটি ছক্কায় ৭৮ রানের ইনিংস খেলেন তিনি।
এছাড়া শেষদিকে রয়্যালফ ফন ডার মারউই ১৯ বলে ২৯ আর আরিয়ান দত্ত নয় বলেই তিন ছক্কায় করেন অপরাজিত ২৩ রান।
দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিদি, মার্কো জানসেন আর কাগিসো রাবাদা নেন দু’টি করে উইকেট।

 

আরও খবর

🔝