gramerkagoj
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
অভয়নগরে ১৩৪ মন্দিরে এমপি রণজিতের অনুদান প্রদান
প্রকাশ : মঙ্গলবার, ১৭ অক্টোবর , ২০২৩, ১০:৪৭:০০ পিএম
অভয়নগর (যশোর) অফিস:
GK_2023-10-17_652ebb92a0666.jpg

শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে সরকারি অনুদান বিতরণ করা হয়েছে। অভয়নগর উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে ১৩৪টি পূজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে ১৯ হাজার টাকা করে মোট ২৫ লাখ ৩৪ হাজার টাকা বিতরণ করা হয়। মঙ্গলবার বিকেলে নওয়াপাড়া কালীবাড়ি পূজা মন্দির চত্বরে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ দত্তের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন এমপি রণজিৎ কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) জাহিদুল ইসলাম সোহাগ। আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ ও নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত। বিশেষ অতিথি ছিলেন অভয়নগর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ, ওসি তদন্ত শুভ্র প্রকাশ দত্ত, চেয়ারম্যান বিকাশ রায় কপিল, সাবেক চেয়ারম্যান বিকাশ রায়, বীর মুক্তিযোদ্ধা অধীর কুমার পাড়ে, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি শেখর কুমার সাহা প্রমুখ। এমপি রণজিৎ কুমার রায় সরকারি অনুদানের বাইরে ব্যক্তিগতভাবে ১৩৪ টি পূজা মন্ডপে পাঁচ হাজার টাকা করে অনুদান দেন।

আরও খবর

🔝