gramerkagoj
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
মনোহরপুরে কন্যা শিশু দিবস পালিত
প্রকাশ : সোমবার, ১৬ অক্টোবর , ২০২৩, ০৬:৪৩:০০ পিএম , আপডেট : মঙ্গলবার, ১৬ এপ্রিল , ২০২৪, ১০:৪৩:০৫ পিএম
জি এম ফিরোজ উদ্দিন,মনোহরপুর প্রতিনিধি:
GK_2023-10-16_652d319f4626c.png

 বিনিয়োগে অগ্রধিকার কন্যা শিশুর অধিকার এই স্লোগান কে সামনে রেখে মনিরামপুর উপজেলার ১৭নং মনোহরপুর ইউনিয়নের ভবানীপুর রামোত্তম মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দুইটি গ্রুপে চিত্রা অংকন,এবং দৌড় প্রতিযোগিতা পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম মনোহরপুর শাখার আয়োজনে এবং জাতীয় কন্যাশিশু ফোরামের সহ সভাপতি , নিমাই মল্লিকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরপুর ইউনিয়ন পরিষদের বার বার ইউপি সদস্য হাসিনা পারভীন,ও উজ্জ্বল মন্ডলও( NGCAF) সদস্য ,ভবানীপুর রামোত্তম মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক শ্যামল কান্তি মন্ডল,সহকারী প্রধান শিক্ষক রমেশ চন্দ্র বিশ্বাস, ইয়ুথ লিডার রাবেয়া খাতুন, সোহাগ গাজী , ভিডিটি , নারী নেত্রী, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ যশোর জেলার সমন্বয় কারী মোঃ গিয়াস উদ্দিন,। অত্র স্কুলের শিক্ষক সহ সকল শিক্ষক-শিক্ষিকাওছাত্র-ছাত্রী উক্ত অনুষ্ঠানের আলোচনা বক্তারা কন্যা শিশুদের শিক্ষা,স্বাস্থ্য,ও সামাজিক মর্যাদা নিশ্চিতের প্রতি গুরুত্ব আরোপ করেন। আলোচনা শেষে পুরুষ্কার বিতরন করেন । অনুষ্ঠানে সার্বিক আয়োজন সহযোগিতায় অমর রায় ইউনিয়ন সমন্বয় কারী দি হাঙ্গা র প্রজেক্টের বাংলাদেশ।

আরও খবর

🔝