gramerkagoj
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
সাকিবের সার্বিক অবস্থা জানালেন সুজন
প্রকাশ : সোমবার, ১৬ অক্টোবর , ২০২৩, ০৬:৩৬:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2023-10-16_652d30d3dcd50.PNG

পুনেতে ভারতের বিপক্ষে ম্যাচের বাকি দুইদিন। চেন্নাই থেকে এসে দু’দিন বিশ্রামে দল। আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হবে অনুশীলন। সাকিবের অবস্থা কেমন সোমবার সাংবাদিকদের এ নিয়ে জানিয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
পুনেতে সাংবাদিকদের তিনি বলেন যেহেতু টিয়ারের ব্যাপার, ব্যথা থাকতেই পারে। মাসলে যেহেতু চোট পেয়েছে টিয়ার থাকবেই। কতটা রিকভারি হয়েছে সাকিবের এটা দেখতে হবে। বিভিন্ন ক্ষেত্রে হাঁটলেও ব্যথা হয়। সাকিবের আপাতত এরকম কিছুই নেই। যার জন্য আমরা আশাবাদী। ধীরে ধীরে হাঁটা ও মাঠে দৌড়ানোর মধ্যে পার্থক্য আছে। যেহেতু গত ম্যাচে রান নিতে গিয়েই ব্যথাটা পেয়েছে। সে কারণে রানিং কেমন করে তা হয়তো আগামীকাল পর্যবেক্ষণ করা হবে। যেহেতু গত ম্যাচে চোট পাওয়ার পরও ব্যাটিং করেছে ও ১০ ওভার বোলিং করেছে। সেরকম যদি হয়, সে নিজেকে যদি স্বাচ্ছন্দ্য বোধ করে, তাহলে হয়তো খেলতে পারে। সাকিব চাইছে খেলতে। তবে এটা নির্ভর করে ওর শতভাগ ফিটনেসের ওপর। আমরা চাই না যে এটা খেলে সাকিবের ক্যারিয়ারের জন্য সমস্যা হোক বা লম্বা সময়ের জন্য বিপদে পড়ুক। আমরা চাই যে সাকিব চায় এবং ফিজিওদের মত থাকে তাহলে সে খেলবে। এই ম্যাচ যদি তাকে ছাড়াই খেলতে হয় তাহলে আমরা খেলব।

আরও খবর

🔝