gramerkagoj
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
চট্টগ্রামে ট্যানারির বর্জ্য মিশ্রিত পোলট্রি ফিড জব্দ
প্রকাশ : সোমবার, ১৬ অক্টোবর , ২০২৩, ০২:৩৮:০০ পিএম
চট্টগ্রাম প্রতিনিধি:
GK_2023-10-16_652cf6903a06e.jpg

চট্টগ্রামে বিপুল পরিমাণ মানহীন এবং ট্যানারির বর্জ্য মিশ্রিত পোলট্রি ফিড জব্দ করেছে জেলা প্রশাসন। সোমবার (১৬ অক্টোবর) সকাল ১১টা থেকে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে এই অভিযান শুরু হয়।
ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত জানান, গোপন সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বাকলিয়ার বাস্তুহারা এলাকায় একটি পোলট্রি ফিডের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গোডাউরন বিপুল পরিমাণ মানহীন এবং ট্যানারির বর্জ্য মিশ্রিত পোল্ট্রি ফিড ও ফিসমিল জব্দ করা হয়। জব্দকৃত পোলট্রি ফিডের পরিমাণ প্রায় এক হাজার বস্তা হতে পারে।
প্রতীক দত্ত জানান, অভিযান এখনো চলমান রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও খবর

🔝