gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
কলাপাড়ায় নারী কৃষকদের শিখন ও বিনিময় বিষয়ক কর্মশালা
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ অক্টোবর , ২০২৩, ০৫:৩৭:০০ পিএম
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
GK_2023-10-12_6527d4d9a586c.jpg

পটুয়াখালীর কলাপাড়ায়নারী কৃষকদের শিখন ও বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষন মিলয়নাতনে এ কৃষি কর্মকর্তা এ. আর. এম. সাইফুল্লাহ’র সভাপতিত্বে এ কর্মশালয় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষিবিদ কায়েস মাহমুদ, লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বিশ্বাস, চম্পাপুর ইউপি চেয়ারম্যান মাহবুব আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আবদুল্লাহআল মামুন, প্রিমিয়ার ব্যাংক’র ব্যবস্থাপক মাহবুব আলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, নারী কৃষক তহমিনা বেগম, কুলসুম বেগম প্রমুখ।
জলবায়ূ পরিবর্তনের প্রেক্ষিতে খাদ্য নিরাপত্তহীনতা ও জীবিকা নির্বাহে নারীর নেতৃত্বে সমাধান প্রকল্প শিখন ও বিনিময় কর্মশালা একশন এইড বাংলাদেশ সহযোগিতায় আবাস এর আয়োজনে কর্মশালয় লাইজু আক্তরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, আবাস কলাপাড়া শাখার সম্মনায়ক মনিরুল আলম। কর্মশালয় লালুয়া, ডালবুগঞ্জ ও চম্পাপুর ইউনিয়নের ৬০ জন নারী কৃষক অংশ গ্রহণ করেন।

আরও খবর

🔝