
রাজশাহীর পুঠিয়ায় ২০১৯-২০ অর্থ বছরের রবি মৌসুমে প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে পুঠিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে পুঠিয়া উপজেলা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা মোঃ মনসুর রহমান।
সার-বীজ বিতরণ সভার সভাপত্¦ি করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রুমানা আফরোজ।
পুঠিয়া উপজেলার এ বছর ২ হাজার ৪৩০ জন ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মাঝে সরিষা, ভুট্টা, পেঁয়াজ বীজ, মুগের বীজ বিতরণ করা হবে। এর মধ্যে শুক্রবার ৭৫০ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান, উপজেলা কৃষি অফিসার কামরুন্নাহার ভূইয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমাস্য ব্যাক্ত বর্গ।