
ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডবে বঙ্গোপসাগর উওাল হওয়ায় গভীর সমুদ্রে তিনটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ সাত জেলের সন্ধানে তাদের স্বজনরা মৎস্য বন্দরের আড়ৎ পল্লীর দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে।
জেলে পল্লীতে গুলো ঘুরে দেখা গেছে, স্বজনদের আহাজারি। ৯ নভেম্বর রাতে সুন্দরবনের হিরণ পয়েন্ট এলাকায় ২৬ জেলেসহ এফবি রাইসা, এফবি মায়ের দোয়া ও এফবি সিদ্দিক নামের তিনটি ট্রলার ডুবে যায়।
ডুবে যাওয়া এসব ট্রলারের ১৯ জেলের খোঁজ মিললেও এফবি মায়ের দোয়া ট্রলারের ছলেমদ্দিন ওরফে সেলিম ও ইউনুছ, এফবি সিদ্দিক ট্রলারের ইমাম হোসেন, বেল্লাল হোসেন, সোহেল, পটু ও হানিফের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ সেলিম ও ইউনুছের বাড়ি কক্সবাজার জেলায়। বাকি জেলেদের বাড়ি পটুয়াখালীর মহিপুর থানার বিভিন্ন এলাকায়।
এফবি রাইসা ট্রলারের মাঝি হাসেম বলেন, ‘রাত দুইটায় আমাদের ট্রলারটি তলিয়ে যায়। প্রায় তিন ঘণ্টা সাগরে ভাসার পর ভোর পাঁচটায় সুন্দরবনের কাছে একটি ট্রলার আমাদের উদ্ধার করে।’
আলীপুর-কুয়াকাটা ট্রলার মালিক ও মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা জানান, ট্রলার তিনটি উদ্ধারে আড়তদার সমিতির পক্ষ থেকে দুটি উদ্ধাকারী ট্রলার পাঠানো হয়েছে।
কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা বলেন, ‘বিষয়টি নৌবাহিনীকে অবহিত করেছি।’