
গাজীপুর মহানগরের মুক্তমঞ্চ সংলগ্ন এলাকায় দখলে থাকা প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬ শতাংশ খাস জমি উদ্ধার করেছে প্রশাসন। এ সময় উদ্ধার করা জমিটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস এবং চৌধুরী মুস্তাফিজুর রহমান।
এ সময় অভিযানে পুলিশ, ব্যাটালিয়ন আনসার এবং সদর ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জানান, খাস জমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদের লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে।