gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
যশোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩৩ মামলা
প্রকাশ : সোমবার, ৫ জুলাই , ২০২১, ০৯:১২:৩৬ পিএম
কাগজ সংবাদ :
1625499779.jpg
যশোরে লকডাউন চলাকালে বিধিনিষেধ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত সোমাবার ৩৩ মামলা ও ১৪ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান পরিচালিত আদালতে ১২টি মামলা ও ২ হাজার ৩শ’ টাকা জরিমানা করেন। তিনি বেজপাড়া, আরএন রোড, রেলরোড ও হুসতলা এলাকায় অভিযান চালান। আরএন রোড, চৌরাস্তা, দড়াটানা, মুজিব সড়ক, জজ কোর্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম। ব্যবসা প্রতিষ্ঠান খুলে রাখা ও মাস্ক না ব্যবহার করায় তিনি ৮টি মামলা ও ৩ হাজার ৩শ’ টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাজ শারবীন জজ কোর্ট, রেলবাজার, চাঁচড়া, রেলরোড এলাকায় অভিযান চালিয়ে ৯টি মামলা ও ৬ হাজার ৯শ’ টাকা জরিমানা আদায় করেন। করোনা সংক্রমণ রোধে জেলা প্রশাসনের প্রাত্যহিক কাজের অংশ হিসেবে এবস অভিযান পরিচালনা করেন তারা। 

আরও খবর

🔝