gramerkagoj
বুধবার ● ২৪ এপ্রিল ২০২৪ ১০ বৈশাখ ১৪৩১
gramerkagoj
নামছে নওগাঁর আম, দাম নিয়ে শঙ্কা
প্রকাশ : মঙ্গলবার, ১ জুন , ২০২১, ০৬:১৫:২৩ পিএম
নওগাঁ প্রতিনিধি::
1622550706.jpg
গত ২৫ মে নওগাঁর বরেন্দ্র এলাকার বাগান থেকে আম নামানো শুরু হয়েছে। প্রথম পর্যায়ে গাছ থেকে নামানো হচ্ছে গোপালভোগ, হিমসাগর, লখনা ও ল্যাংড়া জাতের আম। পরিপক্ক আম গাছ থেকে নামানোর পর প্রক্রিয়াজাতে ব্যস্ততা বেড়েছে বাগান শ্রমিকদের।তবে ঊর্ধ্বমুখী করোনার প্রভাব পড়েছে আম বেচাকেনায়। চড়া দামে কেনা বাগানের মূলধন তুলতে পারবেন কিনা তা নিয়েই শঙ্কিত পাইকাররা।  কেনা বাগানে আম নামানোর কাজ করছিলেন এমন এক ব্যবসায়ী বলেন, এক লাখ ৩০ হাজার টাকার বাগানের আম ৬০-৭০ হাজার টাকাও বিক্রি করা যাচ্ছে না। আরেক ব্যবসায়ী বলেন, যেখানে প্রতিকেজি আম ৫০-৬০ টাকা বিক্রি হবে সেখানে অর্ধেক দামেও আম বিক্রি করতে পারছি না। জেলায় ২৬ হাজার হেক্টর বাগান থেকে পৌন ৪ লাখ মেট্রিক টন আম উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ।

আরও খবর

🔝