gramerkagoj
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
রাজশাহীতে টিসিবির পণ্য কিনতে ক্রেতাদের উপচেপড়া ভীড়, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি
প্রকাশ : মঙ্গলবার, ৬ জুলাই , ২০২১, ০৬:৫১:৩২ পিএম
হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো ::
1625575961.jpg
সারাদেশের মতো রাজশাহী নগরীতেও নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। পণ্য নিতে হুমড়ি খেয়ে পড়ছে নারী-পুরুষ। কেউ মানছে না স্বাস্থ্যবিধি। মঙ্গলবার (০৬-০৭-২০২১) সকালের দৃশ্য চোখে পড়ে। জটলা বেঁধে পণ্য কিনছেন তারা।জানা গেছে, রাজশাহী নগরীর ভদ্রা, সাহেব বাজার, গোরহাঙ্গাসহ নগরীর ৮টি পয়েন্টে টিসিবি চিনি, মশুর ডাল ও বোতলজাত সয়াবিন বিক্রি করছে।টিসিবির পণ্য বিক্রি ট্রাকগুলোতে পুলিশ কাজ করছে। তার পরেও সামাজিক দূরত্বে বিষয়টি নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। লাইনগুলোতে ক্রেতাদের গাদাগাদি করে পণ্য কিনতে দেখা গেছে। এতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এসময় ক্রেতাদের মুখে মাস্ক থাকলেও ছিলো না সামাজিক দূরত্ব। নগরীর টিসিবির ডিলাররা জানান, সামাজিক দূরত্ব মেনে পণ্য নেয়ার জন্য নির্দিষ্ট দূরত্বে ক্রেতাদের বলা হয়েছে। কিন্তু কেউ তা মানছে না, বরং নিষেধ করলে অনেক ক্রেতাই উত্তেজিত হয়ে যান।এবিষয়ে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস জানান, পুলিশের পক্ষ থেকে ক্রেতাদের বার বার বলা হলেও তারা শুনছেন না। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখবো। যাতে করে টিসিবি পণ্য ক্রয় করতে গিয়ে করোনা সংক্রমণের হার বৃদ্ধি না পায়। সেদিকও সবাইকে দেখতে হবে।

আরও খবর

🔝