gramerkagoj
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
পাইকগাছা পৌরসভায় আজ থেকে এক সপ্তাহের বিধিনিষেধ শুরু
প্রকাশ : বুধবার, ৯ জুন , ২০২১, ০৮:০৮:৪৩ পিএম
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছা পৌরসভায় এক সপ্তাহের জন্য বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সম্প্রতি করোনা প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সংক্রমণ রোধে বুধবার খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিধিনিষেধ আরোপ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। জেলা প্রশাসক ও জেলা পর্যায়ে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভাপতি হেলাল হোসেন স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে ১০ জুন সকাল ৬টা হতে ২১ জুন রাত ১২টা পর্যন্ত আরোপিত বিধিনিষেধ বহাল থাকার কথা বলা হয়েছে। এর আগে উপজেলা পর্যায়ে করোনা ভাইরাস সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটি ৭ জুন জরুরী সভা করে বিধিনিষেধ সংক্রান্ত সিদ্ধান্ত অনুমোদনের জন্য জেলা কমিটির নিকট প্রেরণ করে। আরোপিত বিধিনিষেধ অনুযায়ী বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত পৌরসভার সকল দোকান-পাট, মার্কেট ও শপিংমল বন্ধ থাকবে। কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় মুদি দোকান সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে। ক্রেতা-বিক্রেতাদের বাধ্যতামূলক মাস্ক পরিধান সহ ন্যূনতম ৩ ফুট দূরত্ব বজায় রাখতে হবে। ওষুধের দোকান সার্বক্ষনিক খোলা থাকলেও হোটেল-রেস্তোরাঁগুলোতে শুধুমাত্র পার্সেলকৃত প্যাকেটজাত খাবার সরবরাহ করা যাবে। সন্ধ্যার পর কোনো স্থানে একের অধিক কেউ অবস্থান করা কিংবা এক সঙ্গে চলাফেরা করা যাবে না। উপজেলার সব ধরণের গণপরিবহন আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে হবে। যাত্রী ও সংশ্লিষ্ট সকলকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মানতে হবে। উপজেলার হাট-বাজার, খেয়াঘাট ও দোকানপাট সমূহে জনসমাগম করা যাবে না।
উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, গণ বিজ্ঞপ্তির আরোপিত বিধিনিষেধ এলাকায় মাইকিং করে সর্বসাধারণকে অবহিত করা হয়েছে। বিধিনিষেধ সকলকে কঠোরভাবে মেনে চলতে হবে। যারা বিধিনিষেধ লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে দন্ডবিধি ১৮৬০ ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

🔝