gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
৫ জুন থেকে সাতক্ষীরায় ৭ দিনের কঠোর লকডাউন
প্রকাশ : বৃহস্পতিবার, ৩ জুন , ২০২১, ০৩:৪৮:০৬ পিএম
কাগজ ডেস্ক ::
1622713730.jpeg
আগামী ৫ জুন থেকে সাতক্ষিরায় লকডাউন শুরু হবে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ৭ দিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘করোনা প্রতিরোধ’ বিষয়ক এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক জানান, লকডাউনের সময় সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত জরুরি নিত্যপ্রয়োজনীয় দোকান খোলা থাকবে। তবে বন্ধ থাকবে গণপরিবহন। সাতক্ষীরার সঙ্গে যশোর ও খুলনাসহ বিভিন্ন আঞ্চলিক সড়ক যোগাযোগের পয়েন্টগুলিতে পুলিশের চেকপোস্ট থাকবে। এ সময় সীমান্তে পারাপার বন্ধ থাকবে। শহরে থাকবে ভ্রাম্যমাণ আদালত। বাধা নিষেধ অমান্যকারীদের জরিমানা করা হবে।গত দুই দিনে সাতক্ষীরায় করোনা সংক্রমণের হার ছিল প্রায় ৫৪ শতাংশ। করোনা পজিটিভ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে এবং প্রাতিষ্ঠানিক ও পারিবারিক কোয়ারেন্টাইনে রয়েছেন ২৪৫ জন। সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়েতসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

আরও খবর

🔝