gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
ভোলায় ভয়াবহ রূপ নিয়েছে ডায়রিয়া
প্রকাশ : রবিবার, ২৫ এপ্রিল , ২০২১, ০৭:২৪:০৪ পিএম
ভোলা প্রতিনিধি::
1619357317.jpg
দেশের একমাত্র দ্বীপজেলা ভোলায় ডায়রিয়ার প্রকোপ ভয়াবহ রূপ নিয়েছে। গত এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৭৭৪ জন। প্রতিদিন গড়ে প্রায় ৪শ' করে রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গত ২৪ ঘণ্টায়  হাসপাতালে ৩২৮ জন রোগী ভর্তি হয়েছেন।এদিকে শয্যা সংকটের কারণে হাসপাতালের বারান্দা আর মেঝেতে চিকিৎসা নেওয়া রোগীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। হঠাৎ করে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। প্রয়োজনের তুলনায় জনবল কম থাকায় সঠিক সেবা দিতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সেবাবঞ্চিত রোগীরা।রোববার (২৫ এপ্রিল) হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সদর হাসপাতালে ১১৮, দৌলতখানে ৩৬, বোরহানউদ্দিনে ৪৫, লালামোহনে ৩৫, চরফ্যাশনে ৪৮, তজুমদ্দিনে ২২ ও মনপুরায় ২৪ রোগী ভর্তি হয়েছে। গত একমাসে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৫৩১।ভোলার সিভিল সার্জন ডা. সৈয়দ রেজাউল ইসলাম জানিয়েছেন, আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছেন। স্যালাইন ও ওষুধ সংকট দূরকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। গত দুই সপ্তাহ মূলত ডায়রিয়ার প্রকোপ বেশি। তাই প্রান্তিক লোকজনের খাবার ও অন্যান্য বিষয় সর্তক থাকতে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা কাজ শুরু করেছে। গঠিত ৭৬টি মেডিকেল টিম পুরো বিষয়টি তদারকি করছেন যাতে আক্রান্তরা দ্রুত সুস্থ হতে পারে।

আরও খবর

🔝