gramerkagoj
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
নতুন রেকর্ড গড়ে মাবিয়ার স্বর্ণ জয়
প্রকাশ : বুধবার, ৭ এপ্রিল , ২০২১, ০৬:২১:৩২ পিএম
ক্রীড়া ডেস্ক::
1617798159.jpg
বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের ভারোত্তোলন ইভেন্টে নারীদের ৬৪ কেজি ওজন শ্রেণিতে নতুন জাতীয় রেকর্ড গড়ে স্বর্ণ পদক জয় করেছেন বাংলাদেশ আনসারের মাবিয়া আক্তার সীমান্ত।তিনি স্ন্যাচে রেকর্ড ৮০ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে রেকর্ড ১০১ কেজি মোট ১৮১ কেজি ভার তুলে স্বর্ন পদক জিতেন।এর আগে ২০১৬ সালে ভারতের শিলং-গুয়াহাটিতে এসএ গেমসের দ্বাদশ আসরে প্রথম সোনার পদক জয়ের মধ্য দিয়ে বাংলাদেশের ভারোত্তোলনে নতুন এক দিগন্তের সূচনা করেছিলেন মাবিয়া।সে আসরে ৬৩ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ১৪৯ কেজি তুলেছিলেন মাবিয়া।এর মাঝে ২০১৫ সালে কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ সিনিয়র ও জুনিয়রে রৌপ্য পদক এবং যুব কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতে নিজেকে মেলে ধরেন।

আরও খবর

🔝