gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন নরেন্দ্র মোদি
প্রকাশ : বৃহস্পতিবার, ৮ এপ্রিল , ২০২১, ০৬:৫৭:৩০ পিএম
আন্তর্জাতিক ডেস্ক::
1617886965.jpg
নয়াদিল্লিতে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (৮ এপ্রিল) অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এআইএমএস) কেন্দ্রে কোভাক্সিন ভ্যাকসিনের ২য় ডোজ গ্রহণ করেন তিনি।এর আগে, ১ মার্চ প্রথম ডোজ নিয়েছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি শেয়ার করে জনগণকে ভ্যাকসিন নিতে উৎসাহিত করেছেন প্রধানমন্ত্রী।প্রথম ধাপে স্বাস্থ্যসেবা ও ফ্রন্টলাইন পরিষেবায় নিয়োজিত কর্মীদের অগ্রাধিকার দিয়ে, ১৬ জানুয়ারি থেকে করোনাভাইরাসের বিরুদ্ধে টিকাদান কর্মসূচী শুরু করে ভারত। বুধবার থেকে ৪৫ বছর বয়সী ব্যক্তিদেরকে টিকা দেওয়ার মাধ্যমে টিকাদান কর্মসূচীর তৃতীয় ধাপে প্রবেশ করেছে দেশটি।এদিকে, ভ্যাকসিনকে আরো সহজলভ্য করে তোলার জন্য ১১ এপ্রিল থেকে কর্মস্থলে করোনার টিকা দেওয়ার অনুমতি দিয়েছে সরকার।বৃহস্পতিবার পর্যন্ত, সারাদেশে নয় কোটিরও বেশি করোনা ভ্যাকসিন ডোজ সরবরাহ করেছে ভারত। প্রতিদিন গড়ে প্রায় ৩১ লাখ ভ্যাকসিন সরবরাহ করে বিশ্বের সবচেয়ে দ্রুততম টিকাদানকারী দেশ হিসেবে স্থান করে নিয়েছে ভারত।স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা গেছে, গত ২৪ ঘন্টার মধ্যে নতুন করে ১ লাখ ১৫ হাজার জন করোনায় আক্রান্ত হয়েছেন। মহামারি শুরু হওয়ার পর থেকে, এটাই ভারতের সর্বোচ্চ সংখ্যক দৈনিক সংক্রমণ। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

আরও খবর

🔝