gramerkagoj
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
সংবাদিকদের সাথে যমেক হাসপাতালের তত্ত্বাবধায়কের মতবিনিময় সভা
প্রকাশ : বৃহস্পতিবার, ৮ জুলাই , ২০২১, ০৯:৫৮:০৫ পিএম
কাগজ সংবাদ :
1625760778.jpg
সার্বিক করোনা পরিস্থিতি নিয়ে সংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন যশোর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আখতারুজ্জামান। বৃহস্পতিবার সকাল ৯টায় হাসপাতালের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন শেখ আবু শাহীন এবং হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহমেদ। মতবিনিময় সভায় তত্ত্বাবধায় আখতারুজ্জামান জানান, করোনাভাইরাসের এই ক্লান্তিলগ্নে হাসপাতালের ডাক্তার, নার্সসহ সকল কর্মকর্তা ও কর্মচারী সর্বোচ্চ সেবা, শ্রম ও মেধা দিয়ে নিরন্তর কাজ করছেন। রেডজোন ও ইয়েলোজোনে বেডের সংখ্যা প্রাথমিক অবস্থার দ্বিগুন করা হয়েছে। সেই সাথে ১১ বেডের আইসিইউ ও ১৫ বেডের এইচডিইউ’র ব্যবস্থা করা হয়েছে। এ সকল কর্মযজ্ঞে তাদের সার্বিক সহযোগিতা করছে সাজেদা ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংস্থা।তিনি জানান, বর্তমানে হাসপাতালে ২১টি ন্যাজাল ক্যানোলা ডিভাইস, ২টি এনআইভি বাইপ্যাপ, সিপ্যাপ মেশিন, আইসিইউ পরিচালনার স্পেয়ার পার্টস ৩৫টি, অক্সিজেন কনসেন্ট্রেটর ৩৬৫টি, ছোট ও বড় সিলিন্ডার ৯৪টি, সেন্ট্রাল অক্সিজেন লাইন ও অক্সিজেন ট্যাংক রয়েছে। রোটেটিং রোস্টারে আছেন ৩৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক, ১৭ জন মেডিকেল অফিসার ও ৪০ জন সেবিকা। পরিচ্ছন্নতা কর্মীর সাময়িক স্বল্পতাকে কাটিয়ে ওঠার জন্য তারা রোগী কল্যাণ সমিতির তরফ থেকে ৬ জন পরিচ্ছন্নতা কর্মী পাচ্ছেন। এছাড়া, ২৩ জন সেবিকার পদায়ন হয়েছে এই হাসপাতালে।

আরও খবর

🔝