gramerkagoj
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
যশোরের গরীবরা পেয়েছে দু’কোটি টাকা

❒ করোনায় ১৫ দিনে ১০৫.৫ মেট্টিকটন চাল বিতরণ ও ৩৩৩ কলে সহায়তা

প্রকাশ : বৃহস্পতিবার, ৮ জুলাই , ২০২১, ১০:০০:২১ পিএম
জাহিদ আহমেদ লিটন:
1625760063.jpg
যশোরে ৩৩৩ নম্বরে কল করলেই মিলছে খাদ্যদ্রব্য ও সহযোগিতা। এ প্লাটফর্ম থেকে লকডাউনে ঘরবন্দি গরীব মানুষ জেলা প্রশাসনের পক্ষ থেকে পাচ্ছেন চাল ও নগদ টাকা। আটটি উপজেলা এলাকায় এ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। গত ১৫ থেকে ৩০ জুন পর্যন্ত মানুষের মাঝে পৌছে দেয়া হয়েছে ১০৫.৫ মেট্রিক টন চাল ও নগদ দুই কোটি ৯ লাখ ৮৭ হাজার টাকা। এরমধ্যে যশোর পৌরসভা থেকে বিতরণ করা হয়েছে ২২ মেট্টিকটন চাল ও নগদ ৫ লাখ ২০ হাজার টাকা ও সদর উপজেলা এলাকায় বরাদ্দ দেয়া হয়েছে ১৫.৫ মেট্রিকটন চাল ও নগদ ৩৩ লাখ ৩৫ হাজার টাকা। এছাড়া, মণিরামপুর, কেশবপুর, নওয়াপাড়া, বাঘারপাড়া, ঝিকরগাছা, চৌগাছা ও বেনাপোল পৌরসভাসহ উপজেলা এলাকায় অনুরূপ চাল ও টাকা বিতরণ করা হয়েছে।গত জুন মাস থেকে খুলনা বিভাগ জুড়ে করোনার কালো থাবায় মানুষ আসহায় হয়ে পড়ে। এসময়ে প্রাণহানি ও সংক্রমণ ব্যাপকহারে বাড়তে থাকে। এক পর্যায়ে বর্তমানে তা যশোর, খুলনা ও কুষ্টিয়া জেলায় ভয়ঙ্কর রূপ ধারণ করে। এ অবস্থায় জেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভায় ১৪ জুন থেকে যশোরে কঠোর লকডাউন ঘোষণা করা হয়। যা অব্যাহত রয়েছে। এসময়ে গরীব শ্রমজীবী ঘরবন্দি মানুষকে সহযোগিতায় এগিয়ে আসে জেলা প্রশাসন। তারা চালু করে ৩৩৩ প্লাটফর্ম। এ নম্বরে ফোন করলেই মিলছে খাদ্য সহযোগিতা। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ ও পূনর্বাসন মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত চাল ও নগদ টাকা জেলাব্যাপী বিতরণ করা হয়। গত ১৫ থেকে ৩০ জুন পর্যন্ত যশোরসহ আটটি উপজেলা এলাকায় পাঠানো হয়েছে ১০৫.৫ মেট্রিক টন চাল ও নগদ দুই কোটি ৯ লাখ ৮৭ হাজার টাকা। এরমধ্যে যশোর পৌরসভায় দেয়া হয়েছে ২২ মেট্টিকটন চাল ও ৫ লাখ ২০ হাজার টাকা, নওয়াপাড়া পৌরসভায় ৩ টন চাল ও ৫ লাখ টাকা, কেশবপুর পৌরসভায় ৩ টন চাল ও ৩ লাখ টাকা, বেনাপোল পৌরসভায় ৩ টন চাল ও ৫ লাখ টাকা, মনিরামপুর পৌরসভায় ৩ টন চাল ও ৩ লাখ টাকা, ঝিকরগাছা পৌরসভায় ৩ টন চাল ও ৩ লাখ টাকা, চৌগাছা পৌরসভায় ৩ টন চাল ও ৩ লাখ টাকা, বাঘারপাড়া পৌরসভায় ১ টন চাল ও ২ লাখ টাকা। এছাড়া সদর উপজেলার জন্য ১৫.৫ টন চাল ও ৩৩ লাখ ৩৫ হাজার টাকা, ঝিকরগাছা উপজেলায় ১০ টন চাল ও ২০ লাখ ৩৯ হাজার টাকা, চৌগাছা উপজেলায় ২ টন চাল ও ১৯ লাখ ৩৯ হাজার টাকা, অভয়নগর উপজেলায় ৮ টন চাল ও ১৫ লাখ ৯২ হাজার টাকা , মনিরামপুর উপজেলায় ৪ টন চাল ও ৩২ লাখ ৪৩ হাজার টাকা, কেশবপুর উপজেলায় ৩ টন চাল ও ২১ লাখ ৩৯ হাজার টাকা, শার্শা উপজেলায় ৮ টন চাল ও ২১ লাখ ৩৯ হাজার টাকা, বাঘারপাড়া উপজেলায় ২ টন চাল ও ১৬ লাখ ৪১ হাজার টাকা প্রদান করা হয়েছে। করোনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, জেলায় সব ধরণের সহায়তা ও উপহার বিতরণ কার্যক্রম চলছে। কেউ খাদ্য সঙ্কটে থাকলে ৩৩৩ নম্বরে কল করলে আমরা তাদের কাছে খাবার পৌছে দিচ্ছি। যাতে করোনাকালে কেউ খাদ্যাভাবে না থাকে।

আরও খবর

🔝