gramerkagoj
মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪ ৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
সেপ্টেম্বরে ভাসানচরে আবারও রোহিঙ্গা স্থানান্তর
প্রকাশ : বৃহস্পতিবার, ১০ জুন , ২০২১, ০৬:১৮:০৭ পিএম
ঢাকা অফিস:
1623327515.jpg
চলতি বছরের সেপ্টেম্বর মাসের শেষের দিকে ভাসানচরে আবারও রোহিঙ্গা স্থানান্তর শুরু হবে। সব মিলিয়ে মোট এক লাখ রোহিঙ্গাকে সেখানে নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. মোহসিন। রোহিঙ্গাদের ভাসানচরে নেওয়া প্রসঙ্গে জাতিসংঘের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা সচিব মো. মোহসিনের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।তিনি বলেন, এখন সেখানে ২০ হাজারের মতো রোহিঙ্গা রয়েছে। বাকি ৮০ হাজার নেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপত্তায় সেখানে ২০০ পুলিশ কাজ করছে। আরও ২০০ আনসার নেওয়ার প্রক্রিয়া চলছে।ভাসানচরে রোহিঙ্গাদের স্বাস্থ্যব্যবস্থার জন্য হাসপাতালের লোকবল বাড়ানো হবে বলেও জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. মোহসিন।

আরও খবর

🔝