gramerkagoj
মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪ ৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
মণিরামপুরের গোপিকান্তপুর বিদ্যালয় বরখাস্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশ : বুধবার, ৯ জুন , ২০২১, ০৮:০৮:৪৮ পিএম
মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
1623247928.jpg
মণিরামপুরের গোপিকান্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের সেই বরখাস্তকৃত প্রধান শিক্ষক জালাল উদ্দিন ও তার দোসর আব্দুল আজিজসহ ৫ জনের বিরুদ্ধে মণিরামপুর থানায় মামলা করা হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নিতাই চন্দ্র পাল মামলাটি করেন। এজাহারে উল্লেখ করা হয়েছে, বরখাস্তকৃত জালাল উদ্দিন ও আব্দুল আজিজ সরদারসহ ৯/১০ জনের সংঘবদ্ধ একদল লোক গত ২৫ মে রাত ৯টার দিকে নিতাই চন্দ্র পালের লক্ষণপুর গ্রামের বাড়িতে অতর্কিতভাবে প্রবেশ করে বিভিন্ন রকম হুমকি ধামকি দেন। এক পর্যায়ে জালাল উদ্দিন গং নিতাই চন্দ্র পালের মেঝ ভাই গৌর চন্দ্র পালকে মারপিট করেন। এ সময় গৌর চন্দ্র পালের কাছে থাকা মূল্যবান একটি স্মার্ট ফোন ভেঙে দেওয়াসহ তার পকেট থেকে ৫ হাজার টাকা নিয়ে নেন। এসব ঘটনায় সভাপতি নিতাই চন্দ্র পাল মণিরামপুর থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার আসামিরা হলেন গোপিকান্তপুর গ্রামের জালাল উদ্দিন, লক্ষণপুর গ্রামের আব্দুল আজিজ সরদার, গোপিকান্তপুর গ্রামের কায়ুম হোসেন, হাবিবুর রহমান ও মনিরুল ইসলাম। মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের আটকের চেষ্টা চলছে।

আরও খবর

🔝