gramerkagoj
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
উন্নয়ন তুলে ধরতে সিএনএনের সঙ্গে বাংলাদেশের চুক্তি
প্রকাশ : বৃহস্পতিবার, ৩ জুন , ২০২১, ০৬:৩৬:৪৬ পিএম
ঢাকা অফিস:
1622725577.jpg
বাংলাদেশের সাফল্যকে আন্তর্জাতিক পরিম-লে তুলে ধরে ‘মেইড ইন বাংলাদেশ’ক্যাম্পেইন পরিচালনা করতে যুক্তরাষ্ট্রভিত্তিক শীর্ষ সংবাদমাধ্যম ক্যাবল নিউজ নেটওয়ার্ক সিএনএন- এর সঙ্গে একটি অংশীদারি চুক্তি করেছে সরকার।বুধবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) ও সিএনএনের পক্ষে বাংলাদেশি ব্র্যান্ডিং কোম্পানি স্পেলবাউন্ডের মধ্যে এই এমওইউ সাক্ষরিত হয়।আন্তর্জাতিক বাজারে রপ্তানি বৃদ্ধির উদ্দেশ্যে সরকারি-বেসরকারি সহযোগিতার মডেলে বেসরকারি খাতের অর্থায়নে ক্যাম্পেইনটি পরিচালিত হবে।বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ‘মুজিব বর্ষ’উদযাপন উপলক্ষে বিএফটিআইকে এই সামগ্রিক ডিজিটাল ক্যাম্পেইন পরিচালনার দায়িত্ব দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয় গঠিত স্টিয়ারিং কমিটির সরাসরি তত্ত্বাবধানে ক্যাম্পেইনটি পরিচালনায় বিএফটিআই কাজ করবে সিএনএনের স্থানীয় প্রতিনিধি স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেড।ক্যাম্পেইনে সিএনএন টিভি বিজ্ঞাপন, বিস্পোক সম্পাদকীয়, প্রোমো অডিও ভিজ্যুয়াল, ভিগনেটস এবং একটি ‘মেড ইন বাংলাদেশ’থিম উইক তৈরি ও সম্পাদনা করা হবে। এ ছাড়াও বাংলাদেশের পাঁচটি সম্ভাবনাময় রপ্তানি খাতের পাশাপাশি নির্বাচিত শিল্পের অধীনে ১০টি শীর্ষস্থানীয় রপ্তানিমুখী প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং করবে সিএনএন।চুক্তির শর্ত অনুযায়ী, চলতি বছর সেপ্টেম্বর অথবা অক্টোবর মাস থেকে আগামী প্রায় এক বছর পর্যন্ত বাংলাদেশের অর্থনীতির ৭ টি খাতের উন্নয়নচিত্র তুলে ধরবে সিএনএন। এই খাতগুলো হলোÍগার্মেন্ট বা তৈরি পোষাক (আরএমজি), কৃষি ও পাট, চামড়া ও চামড়াজাত পণ্য, হালকা প্রকৌশল, ইলেকট্রনিক ও ডিজিটাল পণ্য, তথ্য প্রযুক্তি, ই কমার্স ও ডিজিটাল সেবা, মেডিকেল সামগ্রী ও ওষুধ।এ প্রসঙ্গে বিএফটিআইয়ের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল আজম গণমাধ্যমকে বলেন, আমরা বিশ্বাস করি সিএনএন যে ধরনের মানসম্মত কনটেন্ট তৈরি করে, সেগুলো বিশ্বব্যাপী প্রচারের মাধ্যমে আমাদের বিভিন্ন শিল্পের রপ্তানি কৌশল নিশ্চিত করাসহ আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণ ও দীর্ঘমেয়াদে দেশের সামষ্টিক অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।বিভিন্ন বেসরকারি অ্যাসোসিয়েশন, সংগঠন, চেম্বার ও কোম্পানিকে এই উদ্যোগের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হয়ে নিজেদের ব্র্যান্ডকে বিশ্বব্যাপী প্রচারের সুযোগ গ্রহণের জন্য আহ্বান জানান তিনি।

আরও খবর

🔝