gramerkagoj
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
লন্ডনে লকডাউন, ভ্যাকসিন ও মাস্কবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত
প্রকাশ : বৃহস্পতিবার, ৩ জুন , ২০২১, ০৬:৫৩:৪৯ পিএম
আন্তর্জাতিক ডেস্ক::
1622724867.jpg
ব্রিটেনের বর্তমান করোনা পরিস্থিতি আগের চেয়ে বেশ ভালো। ভয়াবহ পরিস্থিতি থেকে বের হয়ে এসেছে দেশ। এটি সম্ভব হয়েছে লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলার সুবাদে।পরিস্থিতি যখন এমন, ঠিক তখনই লন্ডনের রাস্তায় নেমে আসে এক বিশাল জনস্রোত। ব্যানার-ফেস্টুন নিয়ে রাস্তায় হাজির হয়ে নিজেদের লকডাউন, ভ্যাকসিন এবং মাস্কবিরোধী অবস্থানের কথা জানান দেয় তারা। খবর রয়টার্স, ডয়েচে ভেলের। সম্প্রতি লন্ডনের ট্রাফালগার স্কয়ারে জরো হন বিক্ষুব্ধরা। তারা মনে করেন, করোনা ভাইরাসের কারণে মৃত্যু ঠেকাতে লকডাউন, টিকা গ্রহণ ও মাস্ক পরা কোনকিছুরই কোনো প্রয়োজন নেই। বিক্ষোভে অংশগ্রহণকারীরা নানা রঙ-বেরঙের ব্যানার-ফেস্টুন প্রদর্শন করে। আলখাল্লা গায়ে জড়িয়ে, বাঁশি বাজিয়ে, রঙে মেখে, আবির উড়িয়ে তারা এমন পরিবেশ তৈরি করে যেন তা বিক্ষোভের আড়ালে এক বড় উদযাপন। তাদের প্রদর্শিত ফেস্টুনে নানারকম বক্তব্যের উপস্থাপন ছিল। এর একটিতে সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে বলা হয়, আমাদের ওপর আপনাদের জোর খাটবে না। ভ্যাকসিন পাসপোর্ট চালু করা যাবে না বলেও আওয়াজ ওঠে সেখানে। বিক্ষোভে অংশ নেওয়া অনেকেই মনে করেন, টিকা নেওয়ার বিষয়টি নিছকই ব্যক্তির নিজস্ব সিদ্ধান্ত। কারণ, যাকে টিকা দেয়া হবে, শরীরটা তো তার৷ ‘আমার শরীর, আমার পছন্দ’, লিখে তাই তরুণ-তরুণীরা তাদের মোট প্রকাশ করে। বিক্ষোভে হাজার হাজার লোকের উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মানার কোন বালাই ছিল না তাদের। কোলাকুলি, আড্ডা, গান, রঙ মাখা, খাওয়া-দাওয়া, মদ্যপান কোনকিছু দেখেই যেন মনে হচ্ছিল না, বিশ্বে কোথাও করোনা নামক কিছু আছে!করোনা সংক্রমণ থেকে নিরাপদ থাকতে বিশ্বব্যাপী মাস্ক পরে চলার যে তাগিদ দেয়া হচ্ছে সেই শুরু থেকেই, সেই মাস্ক পরাকে পরাধীনতা বলে অভিমত ব্যক্ত করেন তারা। বলেন, ‘আপনার মুখকে মুক্ত করুন’।সরকার করোনার কথা বলে বিভিন্ন বিধিনিষেধ আরোপের মাধ্যমে যে ভয়ের পরিবেশ তৈরি করেছে তা মানুষের মুক্তভাবে চলার অধিকারকে খর্ব করেছে উল্লেখ করে তারা ব্যানার প্রদর্শন করেন, ‘মুক্তি, নয় ভীতি’।এমনকি করোনা প্রতিরোধে সারা বিশ্ব যখন ভ্যাকসিন উন্মাদনায় বুঁদ হয়ে রয়েছে তখন ট্রাফালগার স্কয়ারে হাজির হয়ে ভ্যাকসিন প্রয়োগে ঘোর আপত্তি জানিয়ে আন্দোলনকারীরা বলেন, ‘নো ভ্যাকসিন পাসপোর্ট’। 

আরও খবর

🔝