gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
বাগেরহাটে কর্মহীন পেশাজীবীরা পেলেন প্রধানমন্ত্রীর উপহার
প্রকাশ : সোমবার, ১০ মে , ২০২১, ০৩:৩৯:৩১ পিএম
বাগেরহাট প্রতিনিধি: :
1620639682.jpg
করোনায় কর্মহীন বাগেরহাটের পেশাজীবীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।সোমবার (১০ মে) বেলা ১১ টায় আইনজীবী ভবনের সামনে বাগেরহাট জেলা আইনজীবী সহকারী সমিতির সদস্যদের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।পরে বাগেরহাট খানজাহান আলী কলেজ মাঠে বেকারি, ডেকরেটর ও বাবুর্চী সমিতির সদস্যদের মধ্যেও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।খাদ্য বিতরণের সময়, স্থানীয় সরকার বিভাগ, বাগেরহাটের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি ড. আজাদ ফিরোজ টিপু, বাগেরহাট জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি মোড়ল মোস্তাফিজুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আল আমিন মোল্লা লিটনসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।এদিন বাগেরহাট জেলা আইনজীবী সহকারী সমিতির ১৮০ জন সদস্য এবং বেকারি, ডেকরেটর ও বাবুর্চী সমিতির দুই শতাধিক সদস্যদের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আরও খবর

🔝