gramerkagoj
মঙ্গলবার ● ২৩ এপ্রিল ২০২৪ ১০ বৈশাখ ১৪৩১
gramerkagoj
আরএমপিতে স্বয়ংক্রিয় হ্যান্ড স্যানিটাইজার মেশিনের উদ্বোধন
প্রকাশ : রবিবার, ৯ মে , ২০২১, ০৪:৫৯:৫২ পিএম
রাজশাহী ব্যুরো ::
1620558142.jpg
রাজশাহী মহানগর পুলিশকে (আরএমপি) একটি স্বয়ংক্রিয় হ্যান্ড স্যানিটাইজার মেশিন উপহার দিয়েছে ভারত। এটি আরএমপি পুলিশ লাইন্সের নতুন ব্যারাকের প্রবেশদ্বারে স্থাপন করা হয়েছে।অত্যাধুনিক এই মেশিনটির নিচে হাত রাখলে স্বয়ংক্রিয়ভাবে স্যানিটাইজার বের হবে। রোববার (৯ মে) সকালে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক এটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।এ সময় রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটি উপস্থিত ছিলেন।এই স্বয়ংক্রিয় হ্যান্ড স্যানিটাইজার মেশিনটি উপহার হিসেবে প্রদান করায় পুলিশ কমিশনার মহোদয় ভারত সরকারকে এবং ভারতীয় সহকারি হাইকমিশনারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।এ সময় তিনি বলেন, করোনা ভাইরাসের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে । এই মেশিন ব্যবহার করে পুলিশ সদস্যরা নিরাপদে থাকতে পারবে।এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান পিপিএম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) আবু আহাম্মদ আল মামুন ও উপ-পুলিশ কমিশনার (এস্টেট ও উন্নয়ন) মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (লজিস্টিক) সাইফউদ্দীন শাহীন সহ আরএমপির উদ্ধতন পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর

🔝