gramerkagoj
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
করোনা রোধ না হলে আইসিইউ বাড়িয়েও লাভ নেই : স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশ : বুধবার, ৭ এপ্রিল , ২০২১, ০৫:৫৯:৪৮ পিএম
কাগজ ডেস্ক::
1617797116.jpg
যে কোনো মূল্যে করোনা সংক্রমণ রোধ করা না গেলে হাসপাতালে আইসিইউ শয্যা বাড়িয়েও লাভ হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।বুধবার (৭ এপ্রিল) সকালে স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত সভায় অনলাইনে যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি।একটি সিটের জন্য অপেক্ষায় থাকতে থাকতে হাসপাতালের বারান্দাই যেন ওয়ার্ডে রূপ নিয়েছে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। সেখানেই চলছে চিকিৎসা। আর বাড়তি এ চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। তবে অনলাইনে রেজিস্ট্রেশন করায় ভোগান্তি কমেছে করোনা পরীক্ষায়। রাজধানীর বেশির ভাগ হাসপাতালের এখন একই অবস্থা।এদিকে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, আজ বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৩০ লাখ ১৬ হাজার ৭৭৪ জন। আর মারা গেছেন ২৮ লাখ ৮৫ হাজার ৯১৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ৭২ লাখ ৬০ হাজার ৯০ জন।২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

আরও খবর

🔝