gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
মাস্ক পরাতে প্রচারণায় নামলেন চট্টগ্রাম জেলা প্রশাসক
প্রকাশ : রবিবার, ৪ এপ্রিল , ২০২১, ০৭:২৮:১৫ পিএম
মুহাম্মদ দিদারুল আলম, চট্টগ্রাম প্রতিনিধি ::
1617543149.jpg
করোনাভাইরাসের সংক্রমণ কমাতে চট্টগ্রাম নগরীর জনবহুল এলাকায় মাস্ক বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। রোববার (৪ এপ্রিল) দুপুরে কাজীর দেউড়ি বাজারে নানা শ্রেণিপেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ করে এই কর্মসূচি শুরু করেন জেলা প্রশাসক মো. মমিনুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) ড. বদিউল আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলমসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, রবিবার নগরীর জনবহুল ২০টি এলাকায় ২০ জন নির্বাহী ম্যাজিট্রেটের নেতৃত্বে মাস্ক নিয়ে সচেতনামূলক কর্মসূচি পালন করা হচ্ছে। এসব নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাস্ক নিয়ে সচেতনামূলক প্রচারণার পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ এবং মাস্ক ছাড়া ঘরের বাইরে আসা লোকজনকে আইনের আওতায় আনবেন।এর আগে চট্টগ্রাম সার্কিট হাউজে জেলা প্রশাসনের এই কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার এবিএম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন ও পুলিশ সুপার এসএম রশিদুল হক।

আরও খবর

🔝