gramerkagoj
বুধবার ● ২৪ এপ্রিল ২০২৪ ১০ বৈশাখ ১৪৩১
gramerkagoj
ব্যাংক খোলা থাকবে সীমিত পরিসরে
প্রকাশ : রবিবার, ৪ এপ্রিল , ২০২১, ০৭:১৭:৩০ পিএম
ঢাকা অফিস::
1617542479.jpg
লকডাউন চলাকালীন সীমিত পরিসরে দেশের ব্যাংকিং ব্যবস্থা চালু থাকবে। রোববার মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব শাফায়াত মাহবুব চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে। লকডাউনের প্রজ্ঞাপনে যা বলা হয়েছেএর আগে সোমবার  ভোর ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত জারি করা লকডাউনের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার মন্ত্রিপরিষদ বিভাগ আগামী এক সপ্তাহের জন্য এ প্রজ্ঞাপন জারি করে।এতে বলা হয়েছে, ব্যাংকিং ব্যবস্থা সীমিত পরিসরে চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।ব্যাংকিং কার্যক্রম পরিচালনার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। ৫ থেকে ১১ এপ্রিল লকডাউনের প্রজ্ঞাপনসরকারের লকডাউনের প্রজ্ঞাপনে আরো বলা হয়- সব সরকারি-আধাসরকারি, স্বায়ত্তশাসিত অফিস-আদালত এবং বেসরকারি অফিস কেবল জরুরি কাজ সম্পাদনের জন্য সীমিত পরিসরে প্রয়োজনীয় জনবল নিয়ে প্রতিষ্ঠানের নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় অফিসে আনা নেয়া করতে পারবে।

আরও খবর

🔝