gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
স্বামীর ধাক্কায় মুত্যু
প্রকাশ : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি , ২০২১, ০৭:৪৪:৫৫ পিএম
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
1614347120.jpg
পিতার মারপিট থেকে সন্তানকে রক্ষা করতে যেয়ে প্রাণ হারালেন মা। স্বামীর ধাক্কা সামলাতে না পেরে দেয়ালে মাথায় আঘাত পাওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মনোয়ারা বেগম নামে ওই নারী (৪০)। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের সুন্দরপুর গ্রামে।নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সুন্দরপুর গ্রামের শুকুর আলী ছেলেকে মোবাইলফোনে চার্জ দিতে বলার পর ছেলে তা ভুলে যায়। এতে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যারাতে শুকুর ক্ষিপ্ত হয়ে ছেলেকে মারতে উদ্যত হন। এসময় মা মনোয়ারা বেগম ছেলেকে রক্ষায় এগিয়ে আসেন। শুকুর আলী রাগের মাথায় স্ত্রীকে সরিয়ে দিতে ধাক্কা মারেন। এটা নিয়ন্ত্রণ করতে পারেননি মনোয়ারা বেগম। তার মাথা ঘরের দেয়ালে সজোরে আঘাত লাতে। তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকেরা তাকে সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যান মনোয়ারা বেগম। এদিকে, পরিবারের সদস্যরা মনোয়ারাকে হাসপাতালে ভর্তি করার সময় স্ট্রোক করেছেন বলে তথ্য দিয়েছিলেন। ঘটনার পর থেকে স্বামী শুকুর আলী পলাতক রয়েছেন। এই দম্পতির দু’মেয়ে ও একটি ছেলে সন্তান রয়েছে। কালীগঞ্জ থানার এসআই আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। স্বামী পলাতক রয়েছে। এখনই বলা যাচ্ছে না কীভাবে তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে পাঠনো হয়েছে’।

আরও খবর

🔝