gramerkagoj
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
নানা আয়োজনে যশোরে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
প্রকাশ : বৃহস্পতিবার, ৪ জানুয়ারি , ২০২৪, ০২:৩২:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-01-04_659675aa782d6.jpg

নানা আয়োজনে যশোরে বাংলাদেশ ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ। গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৬ বছর পূর্ণ করলো ভারতীয় উপমহাদেশের অন্যতম বৃহৎ এ ছাত্রসংগঠনটি। ‘ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে বছরব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এছাড়া, যশোরে বিভিন্ন কর্মসূচি পালন করবে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
দেশভাগের পর ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে সংগঠনটির পথচলা শুরু হয়। সেই থেকে ১৯৫২’র ভাষা আন্দোলন, ৬৬’র ছয় দফা, ৬৯’ এর গণঅভ্যুথান, ৭১’এর মুক্তিযুদ্ধ ছাড়াও দেশের প্রতিটি সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়ে কোটি কোটি শিক্ষার্থীর হৃদয়ে স্থান করে নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশের জনগণের অধিকার আদায়সহ যেকোন ক্রান্তিলগ্নে বলিষ্ঠ নেতৃত্ব প্রদানসহ দিকনির্দেশনা দিয়ে আসছে ঐতিহ্যবাহী এ ছাত্রসংগঠনটি।
ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যশোরে এ সংগঠনের নেতৃবৃন্দ দুপুরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলেল শ্রদ্ধা জানান। পরে তারা দলীয় কার্যালয়ে গিয়ে কেক কাটেন। এসব কর্মসূচিতে জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস, সাধারণ সম্পাদক তানজিম নওশাদ পল্লবসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এখানে জেলা কমিটি ছাড়াও বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

আরও খবর

🔝