gramerkagoj
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
সুষ্ঠু পরিবেশ নেই উল্লেখ করে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন প্রার্থী সুকৃতি
প্রকাশ : বৃহস্পতিবার, ৪ জানুয়ারি , ২০২৪, ০২:৩১:০০ পিএম , আপডেট : মঙ্গলবার, ১৬ এপ্রিল , ২০২৪, ১০:৪৩:০৫ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-01-04_65966d28339bd.jpg

যশোরের বাঘারপাড়া অভয়নগর ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী সংবাদ সম্মেলন করে আজ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন । এদিন দুপুরের দেড়টার দিকে তিনি তার কিছু কর্মী সমর্থকদের নিয়ে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি জানান বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি তিনি। বাংলাদেশের সংসদীয় রাজনৈতিক প্রক্রিয়াকে সচল রাখার জন্য চলতি ২০২৪ দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি। সংসদীয় এলাকা ৮৮ যশোর ৪ থেকে নোঙ্গর মার্কা প্রতীক নিয়ে প্রার্থী হয়েছিলেন তিনি। কিন্তু সুষ্ঠু স্বাভাবিক এবং আইনগত দিকে নির্বাচনের পরিবেশ নষ্ট হয়ে যাওয়ায় তিনি নির্বাচন থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানান।
তবে তিনি কাউকে সমর্থন দিচ্ছেন না বলে উল্লেখ করেন। সুকৃতি মন্ডল দুপুর সাড়ে বারোটায় সংবাদ সম্মেলন আহবান করলেও তিনি এসেছেন এক ঘন্টারও বেশি সময় পরে। নির্বাচন থেকে সুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হওয়ার বিষয়, প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান। এ সময় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও বাঘারপাড়া_অভয়নগর ৪ আসনের কোনো প্রার্থীর পক্ষে বা বিরুদ্ধে কোনো কথা বলেননি

আরও খবর

🔝