
হঠাৎ সৃষ্ট ভয়ঙ্কর দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়ালশ অঙ্গরাজ্য। শুক্রবার এই দাবানল আরও ব্যাপক আকার ধারণ করে। এটি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে দমকল বাহিনীর কর্মীরা। একই সঙ্গে আকাশ থেকে ছিটানো হচ্ছে পানি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, সর্বোচ্চ পর্যায়ের দাবানল হঠাৎ করে ছড়িয়ে পড়েছে বলে দাবি করছে অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ। এতে দেশটির নিউ সাউথ ওয়ালশ অঙ্গরাজ্য হুমকিতে পড়েছে। অঙ্গরাজ্যটিতে অন্তত ৯০টি দাবানলের সৃষ্টি হয়েছে।
বাতাসের কারণে দাবানলের তীব্রতা আরও বেড়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে অঞ্চলটির তাপমাত্রা পৌঁছেছে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে। দাবানল ভয়ঙ্কর রূপ ধারণ করেছে মূলত খরা আক্রান্ত এলাকাগুলোতে।
বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, হঠাৎ সৃষ্ট দাবানলে অনেক বাসিন্দা আটকা পড়েছেন। আগুনের তীব্রতার কারণে তাদের কাছে পৌঁছাতে পারছে না উদ্ধার কর্মীরা।