
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই সম্প্রীতি আমাদের ঐতিহ্য। আবহমানকাল থেকে বয়ে আসা এ ঐতিহ্য সবাইকে অটুট রাখতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলে যুদ্ধ করে এদেশকে স্বাধীন করেছি। তাই এদেশ আমাদের সকলের। এখানে ধর্ম যার যার-উৎসব সবার।
প্রতিমন্ত্রী রোববার থেকে সোমবার রাত পর্যন্ত উপজেলার মশ্বিমনগর, চালুয়াহাটি, মণিরামপুর পৌরসভা, শ্যামকুড়, খানপুর, দূর্বাডাঙ্গা, নেহালপুর, কুলটিয়া, ঢাকুরিয়া ও মনোহরপুর ইউনিয়নের বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনকালে পুরোহিত ও ভক্তদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
এসকল অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জিএম মজিদ, উত্তম চক্রবর্তি বা””ু, কাজী জলি আক্তার, আমজেদ হোসেন, কামরুজ্জামান কামরুল, অজিত কুমার ঘোষ, হাবিবুর রহমান ভোলা, আবুল ইসলাম প্রমুখ।