
যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়ন জাসদের সভাপতি ইকরামুল কবির শনিবার রাত সাড়ে আটটায় মাহিদিয়া নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজেউন)। রোববার সকালে মাহিদিয়া ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় জাসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
চাঁচড়া ইউনিয়ন জাসদের সভাপতি ইকরামুল কবিরের মৃত্যুতে শোক জ্ঞাপণ করে বিবৃতি দিয়েছেন জাসদ নেতৃবৃন্দ। বিবৃতি দাতার হলেন জাসদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি ও জেলা জাসদের সভাপতি রবিউল আলম, সাধারণ সম্পাদক অশোক কুমার রায়, সদর উপজেলা জাসদের সভাপতি শাহাজান সরদার ও সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কায়েস।
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।