
স্নিগ্ধ অথচ উজ্জ্বল ত্বকের অধিকারী সবাই হতে চান। রুপালি আইশ্যাডো, নরম গোলাপি ঠোঁট আর হাইলাইটার লাগানো মুখে অসম্ভব দীপ্ত অথচ কোমল দেখায়। মেকআপের কিছু সহজ কৌশলে এমন লুক আয়ত্ত করতে পারেন আপনিও! রইল তারই টিপস-
কীভাবে সেজে উঠবেন আলিয়ার মতো:
১. মুখে প্রথমে হাইড্রেটিং মাস্ক লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
২. এর পর সারা মুখে ফোঁটা ফোঁটা করে ফেস সিরাম লাগান। গোল্ড ইনফিউসড সিরাম লাগালে ত্বকে একটা সোনালি আভা আসবে।
৩. ঠোঁটে লিপ বাম লাগিয়ে নিন।
৪. হাইড্রেটিং প্রাইমার লাগিয়ে ত্বকের বেস তৈরি করুন।
৫. এক ফোঁটা লিকুইড হাইলাইটার নিয়ে মুখে আর গলায় লাগিয়ে ব্লেন্ড করে দিন।
৬. তারপর লাগান হাইড্রেটিং ফাউন্ডেশন।
৭. ইলুমিনেটিং কনসিলার দিয়ে ঢেকে দিন দাগছোপ।
৮. আইব্রো পেনসিল দিয়ে ভুরু ডিফাইন করে নিন।
৯. মুখের হাই পয়েন্টগুলোয়, অর্থাৎ চিকবোন, কপালের দু’পাশ, ভুরুর নিচে আর নাকের উপরে রোজ গোল্ড পাউডার হাইলাইটার লাগান।
১০. চোখের উপরের পাতায় লাগাতে হবে মেটালিক সিলভার আইশ্যাডো।
১১. চোখের উপরের আর নিচের পল্লবে হাত খুলে ভল্যুমাইজ়িং মাস্কারা পরুন।
১২. হালকা কোরাল পিঙ্ক লিপস্টিক দিয়ে রাঙিয়ে নিন ঠোঁট।
১৩. সব শেষে মেকআপ সেটিং স্প্রে দিয়ে সেট করে নিন আপনার সাজ।