
বগুড়ার সারিয়াকান্দিতে বাঙালী নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। এর ফলে উপজেলার হাটশেরপুর, নারচী, সারিয়াকান্দি সদর, হাটফুলবাড়ী, ভেলাবাড়ী, কতুবপুর ইউনিয়ন ও সারিয়াকান্দি পৌর এলাকার বাঙালী তীরবর্তী নিম্নাঞ্চল বন্যার পানিতে তলিয়ে গেছে।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, বন্যায় ও অতিবৃষ্টিতে নিম্নাঞ্চলের ৯০ হেক্টর জমির রোপা আমন, ১৫ হেক্টর মাসকলাই বন্যার পানিতে ডুবে গেছে।
জেলার কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, বগুড়ায় এখানো বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি। তবে উপজেলার চরাঞ্চলের অনেক কৃষক শীতকালীন সবজি চাষ করেছিলেন সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। নদী তীরবর্তী এলাকার রোপা আমন, মাসকলাই, শাক-সবজি বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে।
এ বিষয়ে বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, সারিয়াকান্দিতে যমুনা ও বাঙালী নদীর পানি বৃদ্ধি পেলেও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উজান থেকে পানি আসার ফলে বরাবরের মতো পানি বৃদ্ধি পেলে সারিয়াকান্দির যমুনার নদীর পূর্বাঞ্চল সব সময় প্লাবিত হয়ে থাকে। ওই অঞ্চলের ফসলে কিছুটা ক্ষতি হয়েছে। তবে এই পানি দ্রুত নেমে যাবে।