
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ বলেছেন, ডেঙ্গুকে কোন ভাবেই অবহেলা করা যাবে না। যেন এডিস মশা জন্ম নিতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। গতকাল বৃহস্পতিবার যশোরের বাঘারপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথা বলেন।
সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আবু সুফিয়ান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস, ওসি (তদন্ত) ওহিদুজ্জামান শেখ।
জেলা প্রশাসক বলেন, ‘যশোর জেলার মধ্যে সবচেয়ে বাঘারপাড়ায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি। ডেঙ্গু সমস্যায় ভুগছে এ উপজেলার মানুষ। তাদের যেন সুচিকিৎসা দেয়া যায় তার আগাম প্রস্তুতি নিয়ে রাখতে হবে। বিশেষ করে জনপ্রতিনিধিদের খেয়াল রাখতে হবে। পরিস্কার রাখতে হবে বাড়ির আশপাশ’।
সরকারের নানা সাফল্যের কথা উল্লেখ করে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ বলেন, সরকারের চলমান উন্নয়ন কর্মকা-কে টেকসই করার লক্ষ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। পালন করতে হবে দায়িত্বশীল ভূমিকা। প্রশাসনের প্রধান লক্ষ্য হচ্ছে জনগনের সেবা করা। তাই প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।