
যশোরের বেনাপোলে বিশেষ অভিযান চালিয়ে ১০ মাসের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামি হাসানুর হাসানকে গ্রেফতার করেছে পোর্ট থানা পুলিশ।
বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে আসামির নিজ বাড়ি বেনাপোলের গাজীপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হাসানুর হাসান বেনাপোল পোর্ট থানাধীন গাজীপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।
তথ্য সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার কর্তব্যরত (এএসআই) দেলোয়ার হোসেন তার সঙ্গীয় ফোর্স কনস্টেবল সানাউলল্লাহ এবং কনস্টেবল চঞ্চল মুখার্জির সহায়তায় আসামিকে তার নিজ বাড়ি থেকে ধরতে সক্ষম হয়।
অভিযানের ব্যাপারে জানতে চাইলে বেনাপোল পোর্ট থানার এএসআই দেলোয়ার জানান, আসামি হাসানুর হাসানের বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটন দৌলতপুর থানায় একটি মামলা হয়।
২০১৫ সালের ২ এপ্রিল রায় ঘোষণার মধ্য দিয়ে আসামির বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হয়। তিনি এতদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে থানায় সোপর্দ করা হয়েছে।