বাংলাদেশ সুগারগ্রুপ গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে যশোরে মাঠ দিবস উদযাপন করা হয়েছে। সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নে আরিচপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার এ আয়োজন করা হয়। ‘তালগাছের গুরুত্ব : স্থানীয় পর্যায়ে তালের চারা উৎপাদন, রোপণ ও পরিচর্যা’ শীর্ষক এ মাঠ দিবসে সভাপতিত্ব করেন বিএসআরআইয়ের মহাপরিচালক ডক্টর আমজাদ হোসেন। প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (গবেষণা) বলাই কৃষ্ণ হাজরা। বিশেষ অতিথি ছিলেন বিএসআরআইয়ের পরিচালক ডক্টর এএসএম আমানউল্লাহ ও ডক্টর সনজিৎ কুমার পাল। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট শামসুর রহমান, অ্যাডভোকেট মোশাররফ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন দেয়াড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান। অনুষ্ঠানে উন্নত জাতের তাল এবং খেজুর চারা বিতরণ করা হয়।