
দিনাজপুরের পার্বতীপুরে আজ ৩ আগষ্ট মঙ্গলবার সকালে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের সাথে মত বিনিময় করে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ মিথুন মুন্নি।
মতবিনিময় সভায় নবাগত নির্বাহী অফিসার বলেন, পার্বতীপুর উপজেলার সকল সমস্যা সমাধানের মাধ্যমে মডেল করা হবে, সে জন্য সংবাদকর্মীদের সার্বিক সহযোগীতা প্রয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, প্রেসক্লাবের সভাপতি শ আ ম হায়দার, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সিনিয়র সাংবাদিক কমল চন্দ্র রায়, আব্দুল্লাহ আল মামুন, আল হেলাল চৌধুরীসহ উপজেলার সকল সাংবাদিকবৃন্দ।