
কাশ্মীরের ‘বিশেষ মর্যাদা’ দেওয়া ৩৭০ অনুচ্ছেদ রদের সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আম আদমি পার্টির প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
এ-সংক্রান্ত বিল পাস হওয়ার পর সোমবার (৫ আগস্ট) এক টুইট বার্তায় কেজরিওয়াল সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
তিনি বলেন, জম্মু ও কাশ্মীর নিয়ে সরকারের সিদ্ধান্তকে আমরা সমর্থন জানাই। আমরা আশা করছি, এর ফলে রাজ্যটিতে শান্তি ও উন্নয়ন নিশ্চিত হবে।
ওই টুইট পোস্টে মন্তব্যের ঘরে পক্ষে-বিপক্ষে সমালোচনার ঝড় উঠেছে। এ বিল পাসের মাধ্যমে কাশ্মীরিদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেন অনেকে। অন্যদিকে ভারতীয় সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পক্ষেও মত দেন অনেকে।
এদিকে উত্তেজনার মধ্যেই জম্মু-কাশ্মীরের বহু এলাকার মোবাইল ও ল্যান্ডফোনের পরিষেবা বন্ধ রাখা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট ও কেবল টিভি পরিষেবাও। রাজ্যের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে একসঙ্গে অনেক মানুষের জমায়েত ও জনসভা নিষিদ্ধ করা হয়েছে।