
টেক্সাসে হামলার একদিন পার না হতেই রোববার যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের ডেটনে বন্দুক হামলায় ১০ জন নিহত হয়েছেন। এতে অহত হয়েছেন অন্তত ১৬ জন।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, স্থানীয় সময় দুপুর ১টায় ওহিও অঙ্গরাজ্যের ওরেগন জেলার একটি বারের বাইরে এ হামলার ঘটনা ঘটে। আহতদের বেশ কয়েকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া বন্দুক হামলাকারীও ঘটনাস্থলে নিহত হয়েছেন।
এর আগে যুক্তরাষ্ট্রের টেক্সাসে ওয়ালমার্টের একটি দোকানে স্থানীয় সময় শনিবার সকালে বন্দুকধারীর গুলিতে অন্তত ২০ জন নিহত এবং ২৪ জন আহত হন। হামলাকারী শ্বেতাঙ্গ এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি হামলার আগে একটি ইশতেহার প্রকাশ করেছিলেন।