
যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাগডাঙ্গা কালেরবটতলা সর্বজনীন মহাশ্মশানে এ আয়োজন করা হয়। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক অবনী বিশ্বাসের সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথি ছিলেন ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি ম-লীর সদস্য অ্যাড. সুকুমার রায়। প্রধান বক্তা ছিলেন সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ দত্ত। সমীর বৈরাগীর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি ম-লীর সদস্য রবিনসন আর বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক তপন ঘোষাল, কোষাধ্যক্ষ যোগেশ পাল, প্রচার সম্পাদক তিমির ঘোষ জয়, ছাত্র যুব ঐক্য পরিষদের আহবায়ক সুজন সাহা ও যুগ্ম আহবায়ক বিপ্লব দত্ত সাগর। আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন কমিটির সভাপতি ম-লীর সদস্য মুকুল বিশ্বাস, হৃষিকেশ বিশ্বাস, অমর ঘোষ, মহিলা কমিটির সভাপতি সরস্বতী গোস্বামী, সাধারণ সম্পাদক প্রিয়াংকা বিশ্বাস, যুব কমিটির সভাপতি প্রীতিষ বিশ্বাস, সাধারণ সম্পাদক স্বপন গোস্বামী, ছাত্র কমিটির সভাপতি ¯েœহাশীষ বিশ্বাস, সাধারণ সম্পাদক সন্দ্বীপ দত্ত প্রমুখ।